"বাংলার মওদূদী : মাওলানা আব্দুর রহিম রহিমাহুল্লাহ"






মাওলানা আব্দুর রহিম রহ.। এই মানের একজন দার্শনিক আলিমে দীন বাংলার জমিনে আরেকজন পয়দা হয়নি। আমি ওনাকে বলি মাওলানা মওদূদীর রহ. বাংলা ভার্শন বা বাংলার মওদূদী। 


সোজা কথায় বলতে গেলে ইমাম মওদূদীর যে কয়জন স্বার্থক উত্তরসূরী বাংলাদেশের জমিনে এবং উপমহাদেশের জমিনে সৃষ্টি হয়েছে, তাদেরমধ্যে মাওলানা আব্দুর রহিম অন্যতম। তিনি এতো অধিক শ্রম-সময় আর ঘাম দিয়েছেন আল্লাহর দীনকে বিজয়ী করার জন্য, যার কারণে তাঁকে বাংলার মওদূদী হিসেবে অবিহিত করাই যায়। 


অনেকে হয়তো ক্ষুদ্র দলীয় স্বার্থে এই কিংবদন্তি দা'ঈ ইলাল্লাহ ও আলিমে দীনকে অস্বীকার করবে বা করতে চাবে, কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর দীন যতদিন থাকবে, ততদিন মাওলানা আব্দুর রহিম রহিমাহুল্লাহ বেঁচে থাকবেন। 


হাদিস শাস্ত্রে বাংলাদেশের যে কয়জন আলিম সর্বোচ্চ পরিমাণে খিদমত আঞ্জাম দিয়েছেন, তিনি তাদের অন্যতম। 


তাঁকে নিয়ে এক কথায় বলতে গেলে-  তিনি দা'ঈদের দাঈ। তিনি আলিমদের আলিম। উস্তাদদের উস্তাদ। 


বাংলাদেশের মানুষের মনে দীন প্রতিষ্ঠার জজবা সৃষ্টির প্রথম ও প্রধান কারিগর তিনিই। 


তিনি একাধারে একজন উঁচুমাপের গবেষক আলিম ছিলেন, পাশাপাশি শক্তিশালী লেখক এবং চিন্তাবিদও ছিলেন। 

তিনি যেভাবে দুহাত ভরে লিখেছেন, তেমনিভাবে লিজেন্ডদের লেখাগুলো দু'হাত ভরে অনুবাদও করেছেন। 


তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে: 


হাদিস শরীফ (চার খণ্ডে)


- আল কুরআনের আলোকে উন্নত জীবনের আদর্শ।


- আজকের চিন্তাধারা। 


- পাশ্চাত্য সভ্যতার দার্শনিক ভিত্তি। 


- আল কুরআনের আলোকে নবুয়ত ও রিসালাত 


- আল কুরআনের আলোকে শিরক ও তাওহিদ


- আল কুরআনে রাষ্ট্র ও সরকার 


- ইসলামে অর্থনৈতিক ব্যবস্থা


- নারী


- নারী ও আধুনিক চিন্তাধারা


- হাদিস সংকলেনের ইতিহাস


- সুন্নাত ও বিদ'আত


- শিক্ষা সাহিত্য সংস্কৃতি


- বিজ্ঞান ও জীবন বিধান


- মহাসত্যের সন্ধানে


- বিবর্তনবাদ ও সৃষ্টিতত্ত্ব


-কমিউনিজম ও ইসলাম


- পরিবার ও পারিবারিক জীবন


- গণতন্ত্র নয় চাই পূর্ণাঙ্গ বিপ্লব 


- ইকবালের রাজনৈতিক চিন্তাধারা


 রাসূলুল্লাহ বিপ্লবী দাওয়াত


- ইসলামী শরীয়তের উৎস


- তাওহিদের তত্ত্ব কথা 


- দাসপ্রথা ও ইসলাম 


- খেলাফতে রাশেদা


- জাতি ও জাতীয়তাবাদ


তিনি তাফসিরুল কুরআন লেখার কাজও করেছেন। সূরা ফাতিহার তাফসিরও আছে তাঁর।


এছাড়াও তিনি জাদরেল সব লেখক-আলিমদের বইপত্রও অনুবাদ করেছেন। সম্ভবত তিনিই প্রথম উস্তাদ মওদূদী রহ. এর বইপত্র বাংলা ভাষায় অনুবাদ করেছেন। ড. ইউসুফ আল কারজাভি রহ. এর অনবদ্যগ্রন্থ ইসলামে হালাল হারামের বিধান তিনিই সর্বপ্রথম অনুবাদ করেছেন। টীকাটিপ্পনী দিয়েই অনুবাদ করেছেন তা।


তাঁর অনূদিতগ্রন্থগুলো হচ্ছে :

 

- ইসলামের জাকাত বিধান 


- ইসলামে হালাল-হারামের বিধান


- বিংশ শতাব্দীর জাহিলিয়াত (সাইয়েদ কুতুবের ভাই মুহাম্মদ কুতুব রচিত)


- তাফহিমুল কুরআন-১৯ খন্ড


তিনি ১৯১৮ সালের ১৯ জানুয়ারি সোমবারে পিরোজপুর জেলার কাউখালী থানার শিয়ালকাঠি নামক গ্রামে জন্মগ্রহণও করেন।

তিনি পড়াশোনা করেছেন শর্ষীণা আলিয়া থেকে, সেখানে আলিম পাশ করে চলে যান কলকাতা আলিয়ায়। সেখান থেকে ফাজিল-কামিল শেষ করেন এই মহান জ্ঞান-সাধক মুজাহিদ ।


বরিশাল বিভাগের অন্তর্গত পিরোজপুরের এই কীর্তিমান ব্যক্তি, বাংলার মুসলিমদের মাথার তাজতুল্য এই দার্শনিক আলিমে দীন ১৯৮৭ সালের ২৯ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ৩০ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ১ অক্টোবর দুপুর ১২টার দিকে তিনি ঢাকায় এই নশ্বর দুনিয়ার সফর ছেড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সান্নিধ্যে চলে যান।


আল্লাহ রব্বুল আলামিন তাঁর এই বান্দাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে রাখুন। জীবনে যদি তাঁর কোনো ভুলচুক হয়ে থাকে, তা যেন তিনি তাঁর নিজ গুণে ক্ষমা করে দেন।



~রেদওয়ান রাওয়াহা



Comments

Popular posts from this blog

কেমন ছিল শেখ মুজিবুর রহমান

“শবে-বরাত ও সংস্কৃতি : কিছু প্রশ্ন কিছু কথা”

ক্রিটিক্যাল থিংকিংয়ের অপপ্রয়োগ