পলাশীর যুদ্ধ: মুসলিম সালতানাতের পতন সাম্রাজ্যবাদের উত্থান ও নিয়ন্ত্রণহীন ইতিহাস
বাংলার আদিপর্ব: সভ্যতার সূচনা ও ঈমানের উত্তরাধিকার ১. প্রাচীন বাংলার জাতিগোষ্ঠীগত ক্রমধারা • সর্বপ্রথম বাস করত অস্ট্রিক, মঙ্গোলয়েড ও কিরাত জাতিগোষ্ঠী। • তারা নগর সভ্যতা গড়তে পারেনি, তবে কৃষিভিত্তিক গ্রামীণ সমাজ গঠনে ভূমিকা রাখে। • অস্ট্রিকরা খ্রিস্টপূর্ব ৬০০০-৫০০০ সালের মধ্যে উপমহাদেশে আগমন করে। ২. দ্রাবিড়দের আগমন ও সভ্যতার সূচনা • খ্রিস্টপূর্ব ৪০০০-৩০০০ সালে দ্রাবিড়রা উপমহাদেশে আসে। - গড়ে তোলে মহেঞ্জোদারো ও হরপ্পার নগরসভ্যতা। - নীহাররঞ্জন রায়ের মতে, তারাই ভারতবর্ষের নগর সভ্যতার প্রবর্তক। - বাংলায় উয়ারি-বটেশ্বরকেও এই সভ্যতার নিদর্শন বলে মনে করেন অনেকে। ৩. দ্রাবিড়দের ধর্মীয় পরিচয় ও বংশসূত্র - দ্রাবিড়রা ছিল নূহ আ. ছেলে শামের বংশধর। মহাপ্লাবনের পর নূহ আ. তিন ছেলে ছিল। একজনের নাম হাম, অন্যজনের নাম শাম এবং আরেকজনের নাম ইয়াফিস। - সে হিসেবে দ্রাবিড়দেরকে সেমেটিক বলেও মনে করা হয়। - তবে ঐতিহাসিক গোলাম হোসেন সলিমের মতে, হামের ছেলে 'হিন্দ'-এর মাধ্যমেই এই অঞ্চলে বসতি শুরু হয়। - ‘বঙ্গ’ ছিলেন হিন্দের একজন পুত্র, তার সন্তানেরাই বাংলা ...