|| বদলে যাওয়া বদলে দেওয়া-০১||

 


একটা মুখরোচক শ্লোগান আমরা হরহামেশাই দেখতে পাই আমাদের চোখের সমুখে। সেই শ্লোগান হোলো, “বদলে যাও বদলে দাও  — কিন্তু কী বদলাবোকীভাবে বদলাবোকাকে বদলাবো-  কতোটুকু বদলাবোকী আদর্শকে সামনে রেখে, কাকে এবং কাদের মানদণ্ড হিসেবে গ্রহণ করেকার থেকে কতোটুকুন ও কী শিক্ষা নিয়ে আমরা বদলে যাবো বা বদলে দেবোসেই বিষয়ের স্পষ্ট ধারণা নেই আমাদের। কিংবা দেয়া হয় নাঅথবা এমন কিছুকে বা কাউকে সামনে এনে বলে, এভাবে বদলে যাওএটাকে বদলে দাও —যার বা যেটার সাথে দেখা যাচ্ছে আমার আদর্শের সুস্পষ্ট সংঘাত-সংঘর্ষ ! 

আমরা যেহেতু মুসলিমআল্লাহর গোলাম ও মুহাম্মাদ স্বল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লামের উম্মাতআমাদের আদর্শ যেহেতু ইসলাম এবং আমাদের অনুপ্রেরণা আসহাবে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লামসেহেতু কীভাবে আমাদের বদলে যেতে হবেকীভাবে বদলে দিতে হবেআল্লাহর হাবিব  মুহাম্মদ স্বল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম ওনার সাথিদের কীভাবে বদলে দিয়েছেন কিংবা তাঁরা কীভাবে বদলে গিয়েছেন
 আমাদের কাছে যদি সে বিষয়টি স্পষ্ট থাকেযদি তা আমাদের জানার সীমানায় থাকে, তাহলে আমরা তা মানার শামিয়ানাও শামিল করতে পারবো একদিন না একদিন। ইন শা আল্লাহ ! এসব আমাদের জানার জানালা দিয়ে মগজের সীমানায় ঢুকে থাকলে অন্য কারো বদলে যাওয়া কিংবা বদলে দেওয়ার সাময়িক কিছু চটকদার শব্দ শুনে আমরা বিভ্রান্ত হবো নাবিভ্রান্ত হয়ে আমরা আমাদের শেকড় বদলে ফেলবো না। আমরা তখন কীভাবে কতোটুকু আমাদের বদলাতে হবে তা জেনে নিজেদেরকে সত্যিকারার্থেই যথাযথভাবে বদলাতে পারবোপারবো পৃথিবীটাকেও বদলে দিতে। আর সে লক্ষ্যকে সামনে রেখেই আমি চালু করতে চাচ্ছি নতুন একটা সিরিজ,   বদলে যাওয়া বদলে দেওয়া নামে

তাহলে চলুন , কথা আর না বাড়িয়ে আজকে একটি গল্প শুনিআর দেখি শিক্ষার্থী হিসেবে সেই গল্প থেকে কতোটুকু শিক্ষা নিতে পারি বদলে যাওয়ার আর বদলে দেওয়ার !

আজকে আমরা আমাদের বদলে যাওয়ার আর বদলে দেওয়ার এই পাঠটা নেবো বিখ্যাত সাহাবিআল্লাহর রাসুলের প্রিয় সাথি আবু উবাইদা ইবনুল যাররাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে চলুন, শুরু করি তাহলে......



তখন মুসলিম জাহানের খলিফা উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহু)। তিনি ইসলামি ভূখণ্ড বৃদ্ধির জন্যেতাওহিদের বিশুদ্ধ বার্তা ছড়িয়ে দেবার জন্যে একের পর এক বাহিনি প্রেরণ করতে লাগলেন আশেপাশে। চারিদিকে। তার-ই ধারাবাহিকতায় ইয়াযিদ ইবন আবু সুফিয়ানশুরাহবীলআমর ইবনুল আস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) প্রমুখ সাহাবিদের সমন্বয়ে একটি সম্মিলিত বাহিনি সিরিয়ায় ও এর আশপাশের অঞ্চলে অভিযান পরিচালনা করার জন্যে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই সম্মিলিত বাহিনির সর্বাধিনায়ক নিয়োগ করলেন আবু উবাইদা ইবনুল জ্বাররাহকে (রাদ্বিয়াল্লাহু আনহু)


সকলকে অভিযানে পাঠিয়ে দেয়ার পরে খোঁজ-খবর নেয়ার উদ্দেশ্যে আমিরুল মু
মিনীন স্বয়ং নিজেও সফরে বের হোলো। আমিরুল মুমিনীন সফরে এসেছে শুনে সকলে তাঁর সাথে দেখা করতে এলো। অতঃপর একে একে সকলেই তাঁর সাথে সাক্ষাৎ করে গেলেন। একপর্যায়ে আমীরুল মুমিনীনের সম্মুখে এসে হাজির হলেন জেনারেল আবু উবাইদা ইবনুল যাররাহ (রাদ্বিয়াল্লাহু আনহু)। অন্যান্যদের তুলনায় তিনি এতোটাই সাদামাটা অবস্থায় সামনে এলেন যেতাঁর দর্শনে তিনি অসম্ভবরকম স্তম্ভিত হয়ে পড়লেন ৷ তাঁর গায়ে সাধারণ আরবদের ন্যায় খুবই সাদামাটা পোশাক। যে উটে তিনি চড়েনসেই উটের লাগামটিও নিতান্তই নগন্য। একেবারে খুবই সাধারণ একটা রশি

তাঁর এই হালত দেখে আমিরুল মু
মিনীন উমার ইবনুল খত্তাব ( রাদ্বিয়াল্লাহু আনহু) তাঁর বাসস্থানে যান। সেখানে গিয়ে তিনি আরো ভড়কে গেলেন। তিনি দেখতে পেলেন তাঁর বাহিরের যাপিত যে জীবন ভেতরের জীবন তারচেয়েও অধিক সরল। আরো অধিক সাদামাটা। তিনি ইসলামি খিলাফায় খলিফার নিয়োকৃত সেনাবাহিনীর একজন সর্বাধিনায়ক। সেই তাঁর নিকট তথা তাঁর বাসভবনে একটি ঢাল-তলোয়ার এবং উটের একটি হাওদা ছাড়া আর কিচ্ছু নেই!
 
মুসলিম জাহানের খলিফাআমিরুল মু
মিনীন এসব দেখে ওনাকে বললেন :
হে আবু উবাইদা! আপনি আপনার জন্যে যা প্রয়োজনসেই প্রয়োজনীয় জিনিসপত্রের বন্দোবস্তো তো করে নিতে পারতেন। তিনি বুঝাতে চাইলেন 
একজন সেনাপ্রধান হিসেবে তো এসব বিষয় আপনার প্রাপ্যই। বাইতুলমাল থেকে তো আপনার জন্যে ফাণ্ড বরাদ্দ আছেই  আছে মাজলিশে শুরায় এর জন্যে বাজেটও পাশ করা


কিন্তু আবু উবাইদা ইবনুল যাররাহ (রাদ্বিয়াল্লাহু) জবাব দিলেন
 ইয়া আমীরুল মুমিনীনআমাদের জীবনধারণের জন্যে স্রেফ এতোটুকুনই যথেষ্ট। এরচেবেশি কিছুর প্রয়োজন নেই আমার


তাঁর পরিচালিত ইসলামি রাষ্ট্রের এতো বড়ো একজন দায়িত্বশীল মানুষ এতোটা মিতব্যয়ীজীবনজুড়ে তাক্বওয়ার এতোটা বর্ণিলরূপ
দেখে তাঁর অন্তরে যেনো এক অনির্বচনীয় প্রশান্তির হিন্দোল বয়ে যেতো লাগলো। নির্বাক হয়ে পড়লেন আমিরুল মুমিনীন উমর ইবনুল খাত্তাব ( রাদ্বিয়াল্লাহু আনহু )!

আরো একবার খলিফাতুল মুসলিমীনআমিরুল মু
মিনীন উমার ইবনুল খত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহু) চার হাজার দিরহাম আবু উবাইদা ইবনুল যাররাহ ( রাদ্বিয়াল্লাহু আনহু ) নিকট পাঠালেন হাদিয়া স্বরূপ। সেসব ওনার হস্তগত হবার সাথে সাথে তিনি সবটুকুন অর্থই নিজের অধীন সৈনিকদের মধ্যে বিলি-বণ্টন করে দিয়ে দিলেন। রাখলেন না নিজের জন্যে একটি পয়সাও। বিষয়টি উমর ইবনুল খত্তাবের কানে গেলো। এইশুনে তিনি অবাক-খুশি হন। অন্তরে বয়ে যায় তাঁর প্রশান্তির প্রাণপ্রবাহ। আর খুব উৎফুল্লতার সাথে মন্তব্য করেন আলহামদুলিল্লাহইসলামে এমন লোকও আছে!!

আবু উবায়দা ইবনুল যাররাহ। তিনি এত্তো বড়ো একটা সেনাবাহিনীর সিপাহসালার হওয়া সত্ত্বেও চলন-বলন ছিলো সাধারণ সৈনিকদের মতোই। এতোটাই সরল-সাধারণ যেসৈনিকদের সাথে একসঙ্গে থাকলে তিনি যে বিশাল একটা সেনাবাহিনীর প্রধান সিপাহসালার তা মোটেও বুঝা যেতো না। একবার এক রোমান দূত এসে তাঁর নেতৃত্বাধীন মুসলিম সেনাবাহিনীকে জিজ্ঞেস করে 
আপনাদের সেনাপতি কেসৈনিকরা তখন আঙ্গুল উঁচিয়ে তাঁকে দেখিয়ে দিলো। তখন লোকটি সেনাপ্রধান আবু উবাইদা ইবনুল যাররাহর এমন স্বাভাবিক অবস্থান এবং সাদামাটা পোশাক অবলোকন করে ভীষণ আর্শ্চান্বিত হয়ে গেলো!

এখন দেখুনআমরা যদি এভাবে কোনো ছোট্ট একটা পদও পাই। সেই পদ পেয়ে দায়িত্বশীল হবার পরিবর্তে কী করি 
নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ি। সুইজ ব্যংকে টাকা পাচারের বন্দোবস্তো করি। হাঙ্গেরিতে বাড়ি করি। সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনি। আমার চোদ্দগুষ্ঠিকেও করে দিই। যেই পদেযেই চেয়ারে যিনিই আসীন হই না কেনোসেই চেয়ারের যাচ্ছেতাই ব্যবহার করে থাকি। কোনো একটা সংগঠনকোনো একটা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের ক্ষুদ্র একটা পদও যদি অধিকার করতে পারি  আমার প্রাপ্য সকল সুবিধে আদায় তো করিইঅন্যের অধিকারেরও বারোটা বাজিয়ে দিই। কোনো হাদিয়া-উপঢৌকন আমার নামে আসলে তো তা কড়ায়-গণ্ডায় আদায় করিই অন্যেরগুলোও ভাগিয়ে নিই

যদি কখনো ছোট্ট একটা দলেরকোনো একটা ভুঁইফোঁড় সংগঠন-সংস্থারও ক্ষুদ্র একটা পদের অধিকারী হইতখন আমার ভাবসাব হয় অন্যরকম। আমার দাপটে, আমার গরমেআমার অহংকারে
 আমার আশেপাশে ভেড়াও দায় হয়ে যায় ! নিজেকে যতোভাবে প্রদর্শন করা যায় তার কোনোটা করতেও কসুর করি না। বাস্তব দুনিয়ার বিষয়টি বাদ-ই থাকুক নাঅনলাইনের দিকেই তাকিয়ে দেখুনএখানের একটু ভালো পরিচয় থাকলেকিছুটা সেলিব্রিটি টাইপের হয়ে ওঠলে আমাদের অবস্থা কেমন হয়!! আরো অনেক কিছুই বলা যায়। কিছুটা না বলা-ই থাকুক না। সব তো আর বলার দরকার হয় না কিংবা দরকার নেই। নিজ দায়িত্বেও কিছু বিষয় বুঝে নিতে হয়

আবু উবাইদা ইবনুল যাররাহ ( রাদ্বিয়াল্লাহু আনহু ) কী করেছেনকীভাবে করেছেন তা তো আমরা দেখতেই পাচ্ছি। কীভাবেকোন পদ্ধতিতে বদলে যেতে হয়-বদলে দিতে হয় 
 সেটার উজ্জ্বল উদাহরণ তিনি। তাঁর এবং তাঁদের বদলে যাওয়া আর বদলে দেওয়া শুধু শ্লোগান নির্ভর নয়। তাঁর এবং তাঁদের বদলে যাওয়া আর বদলে দেওয়া হোলো সত্যিকারের বদলে যাওয়া !

 

|| বদলে যাওয়া বদলে দেওয়া-০১||

~রেদওয়ান রাওয়াহা

 

Comments

Popular posts from this blog

“শবে-বরাত ও সংস্কৃতি : কিছু প্রশ্ন কিছু কথা”

ক্রিটিক্যাল থিংকিংয়ের অপপ্রয়োগ

‘বিয়ে ও ডিমান্ড’