“আমার চাওয়া বনাম আল্লাহর চাওয়া”
রমাদান মাস। রোজার দিন। এই রোজা-অবস্থাতে আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। পিপাসায় কাতর হয়ে পড়েছি। এখনো ইফতারের সময় হয়নি। এই দারুণ দুঃসময়ে কিছু খেতে মন চাচ্ছে। অন্তত এক ঢোক পানি হলেও খেতে পারলে ভালো লাগতো। কষ্টটা কম হতো।
কী এক দারুণ দুঃসময় যাচ্ছে ! ত্রিশটা দিন কীভাবে অতিক্রম করবো, ভাবতেই পারছি না। বহু মানুষ এই কঠিন কষ্টের কারণেই রমাদানের সিয়াম পালন করতে পারছে না।
সে কারণে আমার মনে হয় ইফতারের সময়কে যুগের আলোকে সহজ (পড়ুন শরিয়াহকে যুগের চাহিদা অনুযায়ী ব্যাখ্যা করতে পারলে) করতে পারলে রোজাদারের সংখ্যা অনেক বাড়তো। মানুষের কষ্ট কম হতো। যারা কষ্টের কারণে রোজা রাখছে না, তারাও হয়তো রোজা রাখতে শুরু করবে।
হয়তো বহু মানুষ এমনও আছেন, যারা এই ক্ষুত-পিপাসার কষ্ট সহ্য করতে পারে না বলেই ইসলাম গ্রহণ করে না। যারা করছে, তারাও রোজা রাখছে না। সিয়ামের মতো একটি ফরজ ইবাদাত লঙ্ঘন করছে।
যার কারণে আমি মনে করি বর্তমান যুগ ও বাস্তবতা বিবেচনায় রোজাকে একটু সহজ করা প্রয়োজন। সাহরি-ইফতারে একটু শিথিলতা প্রয়োজন।
হ্যাঁ, এগুলোই আমার চাওয়া। এসব আর এমনটাই আমি চাই। ইসলাম কিন্তু এটা না। এটা কেবলই আমার নফসের আকাঙ্ক্ষা। রোজা রাখার ক্ষেত্রে আমি পরাজিত হয়ে যাই— তাই এটা হলো আমার পরাজিত মানসিকতা।
তাহলে ইসলাম কী? ইসলাম হচ্ছে— আল্লাহ বলছেন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমার যতো ক্ষুধা ও পিপাসাই লাগুক, ইফতারির সময় যতো দেরিতেই হোক, নির্ধারিত সময়ের আগে খাওয়া যাবে না।
জি, এটাই ইসলাম!
আল্লাহর কাছে সংখ্যা বিবেচ্য নয় (রোজার বিধান তথা সাহরি ইফতারে একটু শিথিলতা দেওয়ায় রোজাদারের সংখ্যা কতটা বাড়লো, সে সংখ্যাটা বিবেচ্য নয়), বিবেচ্য হচ্ছে আমরা দাস হিসেবে তাঁর পরিপূর্ণ আনুগত্যের মধ্যে প্রবেশ করতে পেরেছি কিনা, সেটা।
নফসের খায়েশ আর আত্মপূজার মূলে কুঠারাঘাত করে আল্লাহর গোলামি করে যাওয়াটাই ইসলাম। এছাড়া বাকীসব নূর ইসলাম (নামের ইসলাম)। সেগুলো আল্লাহর দেওয়া আদ-দীন আল ইসলাম নয়!
আমার চাওয়া বিসর্জন করার নাম ইসলাম। আমার চাওয়াকে কাটছাঁট করে মন মতো সাজাবার নাম ইসলাম নয়। সোজা কথায়, আমার মন যা চায় সেটা ইসলাম নয়। আল্লাহ যা চান, সেটাই ইসলাম।
এইটুকু বুঝলেই হলো। না বুঝলে বিভ্রান্ত হবো। যে-কোনো লোকই এসে মগজধোলাই করতে পারবে। কথা হলো আমরা আল্লাহর দীনকে দীনের মতো করে বুঝতে প্রস্তুত তো?
প্রস্তুত হলে এখন থেকে আমাদের সকল চিন্তা ও কর্মের মূলনীতি হোক এই বোধটাই। আর সাথে শ্লোগান হোক—“আমার চাওয়াটা ইসলাম নয়, আল্লাহর চাওয়াই হলো ইসলাম”।
~রেদওয়ান রাওয়াহা
#উপলব্ধি

Comments
Post a Comment