মোল্লা ওমরের রহ. মায়ের ইন্তেকাল
তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমর রহমতুল্লাহি আলাইহির সম্মানিত মা দীর্ঘদিন জীবিত ছিলেন—এই তথ্যটি আজ তাঁর ইন্তেকালের সংবাদে এসে জানতে পারলাম। এক মায়ের বিদায় মানে শুধু পারিবারিক শোক নয়; ইতিহাসের সঙ্গে যুক্ত একজন নীরব সাক্ষীর প্রস্থানও বটে। বহু ঘটনা শব্দহীনভাবে যাঁর চোখের সামনে ঘটেছে, যিনি জন্ম দিয়েছিলেন আস্ত এক কিংবদন্তিকে—আজ সেই মহীয়সী ব্যক্তি চিরতরে আমাদের ছেড়ে চলে গেলেন। মোল্লা ওমর রহমতুল্লাহি আলাইহি এই একবিংশ শতাব্দীর জিহাদ, ইকামাতে দ্বীন ও আজাদী আন্দোলনের অন্যতম আইকন। একজন নিতান্ত সাধারণ মাদরাসা-শিক্ষার্থী থেকে তিনি নারীর ইজ্জত রক্ষার লক্ষ্যে গড়ে তুলেছিলেন একটি সংগঠন। আর সেখান থেকেই তিনি বলতে গেলে সকল জালিম ও কাফিরদের কাছে ত্রাসে পরিণত হন। নারীর মর্যাদা রক্ষায় এক সময়ে গড়ে তোলা এই আন্দোলনের সূচনা ছিল অত্যন্ত সীমিত পরিসরে— জাতীয় তো বটেই, এমনকি নিজেদের অঞ্চলেও প্রায় অনুচ্চারিত এক নাম। সময়ের স্রোতে সেই উদ্যোগ ভিন্ন ভিন্ন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ভেতর দিয়ে রূপান্তরিত হয়ে আঞ্চলিক গণ্ডি অতিক্রম করে বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে যায়। মূলত তালেবান আন্দোলন ছিল সামাজিক অপরাধ ন...